Cover Photo

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ - Controller general of Accounts of Bangladesh job cirular 2020

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ - Controller general of Accounts of Bangladesh job cirular 2020




অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের শূন্যপদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল 2015 এর 11 তম গ্রেড ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

পদের নাম : অডিটর
পদসংখ্যা : ৫৩৮ জন
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০
গ্রেড : ১১

শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়স : ১৮ থেকে ৩০ 

আবেদন ফি: ১১২ টাকা

আবেদন করার পরবর্তী 72 ঘণ্টার মধ্যে 112 টাকা একে টেলিটক সিমের মাধ্যমে ইউজার আইডি প্রাপ্তগণ দুইটি এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৫/০৪/২০২০ সকাল ১০ ঘটিকা।
আবেদন শেষ হবে: ০৫/০৫/২০২০ বিকাল পাঁচটা পর্যন্ত

এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুকগন http://cga.teletalk.com.bd ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Online Application Link: Click Here to Apply

প্রার্থীর যোগ্যতা যাচাই:

ক) প্রার্থী কর্তিক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভূয়া প্রমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য কাগজপত্র প্রদর্শিত হলে যেকোনো পর্যায়ে যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


  • খ) মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কাগজপত্রাদি মূল কপি প্রদর্শন করতে হবে এবং ন্যূনতম গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • প্রার্থীদের ইউনিয়ন পরিষদ পৌরসভা বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদ পত্রের কপি।
  • ন্যূনপক্ষে নবম গেজেট ভুক্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

আবেদন এর টাকা পাঠানোর জন্য একটি টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত ইউজার আইডি ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন ...



No comments

Theme images by tomograf. Powered by Blogger.