উপজেলা ভিত্তিক ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
Institute of Education and Research (IER) Job Circular 2019
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর আওতায় কম্পনেন্ট ২.৫ আউট অফ স্কুল চিল্ড্রেন কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে এ কর্মসূচির আওতায় উপজেলা আরবান কার্যালয়ে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনুয়ারি 2020 হতে জুন 2013 সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত সংখ্যক সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে।
পদের নামঃ সাপোর্ট স্টাফ উপজেলা আরবান এলাকার জন্য
পদ সংখ্যাঃ ৩০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস।
বয়স সীমাঃ
- ৩০/০৬/২০১৯ তারিখে বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী
কর্মপরিধিঃ
- কর্মসূচির আওতাধীন উপজেলা আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর কে অফিসের সকল প্রকার কাজে সহায়তা করা।
- উপজেলা আরবান পর্যায়ে সকল প্রকার প্রশিক্ষণ ও সব আয়োজন এর উপজেলা আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর কে সহায়তা করা।
- প্রত্যাহিক অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
- ইউপিসি কর্তৃক প্রদত্ত কর্মসূচি বিষয়ক যেকোন দায়িত্ব পালন করা।
- দেশের যে কোন এলাকায় কাজ করার সদিচ্ছা থাকা।
বেতন ভাতাঃ
সর্বসাকুল্যে বেতন উপজেলার জন্য মাসিক ১৫০০০ টাকা এবং আরবান এলাকার জন্য মাসিক ১৬০০০ টাকা।
আবেদনের শেষ তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৯
Online Application Link: Click Here to Apply
Institute of Education and Research (IER) Job Circular 2019 has been published.
* চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সাব-কম্পোনেন্ট ২.৫ ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচি বাস্তবায়নের নিমিত্ত এ কর্মসূচির আওতাধীন উপজেলা/আরবান কার্যালয়ে সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য আবেদন ফরম।
* ফরম এ সকল বাংলা শব্দ অবশ্যই NikoshBAN (Unicode)ফন্ট ব্যবহার করতে হবে।
* ফরম এ সকল বাংলা শব্দ অবশ্যই NikoshBAN (Unicode)ফন্ট ব্যবহার করতে হবে।
help me please
ReplyDeleteউপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর (IER)
৩০০ পোস্টের জন্য. আমার রোল টা হারায় ফেলছি,এটা বের করার কোন ব্যবস্থা আছে কি?
support staff
Delete