বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড আফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনীতে ‘কমিশন্ড অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯-২০২০
সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার ২০২০ বিডিইও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
১ বাংলাদেশ নৌবাহিনীর ভলান্টিয়ার রিজার্ভ কমিশন:
শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে মেরিন সাইন্স ও ওশানোগ্রাফি/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ৪ এবং স্নাতক পরীক্ষায় সিজিপিএ ২.৫ দেওয়া হবে। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
২ ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল শাখা-পুরুষ
৩ বাংলাদেশ নৌবাহিনী রেজাল্ট কমিশন বি এন বি আর সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা
৪ শিক্ষা শাখা-পুরুষ ও মহিলা
৫ শিক্ষা শাখা (এরোনোটিক্যাল)-পুরুষ
বয়স: ০১ জুলাই তারিখে ৩০ বছর হতে হবে।
উচ্চতা পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি
জাতীয়তা : বাংলাদেশী নাগরিক।
মনোনয়ন পদ্ধতি:
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার
লিখিত পরীক্ষা
আইএসএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকার
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
চূড়ান্ত মনোনয়ন
বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
অন্যান্য বিশেষত্ব:
ক্যারিয়ার
উচ্চতর প্রশিক্ষণ সুবিধা
জাতিসংঘ মিশন
বাংলাদেশ দূতাবাস
সন্তানদের অধ্যায়ন
বাসস্থান
ডি ও এইচ এস প্লোট
চিকিৎসা
অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি:
অনলাইনে আবেদন করার জন্য নেভি তাদের মূল ওয়েবসাইটে প্রবেশ করে www.joinnavy.mil.bd যাওয়ার পর আপনারা আবেদন করতে পারবেন।আবেদনের জন্য আপনার মোবাইল থেকে ৭০০ টাকা কেটে নেওয়া হবে এবং তা অবশ্যই অফেরৎযোগ্য হবে। আপনারা এই টাকা বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস ইত্যাদির মাধ্যমে চার্জ প্রদান করতে পারবেন।
আবেদনপত্র জমা প্রদান:
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত রঙিন ছবি।
শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কসিটের সত্যায়িত ফটোকপি।
শস্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ০৭ জানুয়ারি ২০২০
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে ভিজিট করুন www.joinnavy.mil.bd ওয়েবসাইট
No comments