৪১তম বিসিএস পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা...
৪১তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশ পত্র প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা
সাধারণ নির্দেশনাঃ
- ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্যাডার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ টেলিটক এর ওয়েবসাইট www.bpsc.gov.bd এর মাধ্যমে 41 তম বিসিএস পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং নির্ধারিত ফি জমাদানের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
- অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টি ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম এবং অপেরা ব্রাউজারে ওপেন করা যাবে।উল্লেখিত চারটি ব্রাউজারের মধ্যে কোন একটিতে সমস্যা দেখা দিলে রিফ্রেশ করে প্রথম থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে।উল্লেখিত চারটি ব্রাউজারের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্স দ্বারা তুলনামূলকভাবে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা যাবে।
- ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্যাডার সময়ের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোন প্রার্থী আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না।কোন প্রার্থী ফি জমা দিয়ে কোন একটি কেন্দ্রের জন্য চূড়ান্তভাবে আবেদনপত্র দাখিল করে প্রবেশ পত্র গ্রহণ করার পর উক্ত কেন্দ্রের জন্য পুনরায় অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন না।প্রার্থী মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশ পত্র গ্রহণ করলে প্রক্রিয়াকরণের যে কোন স্তরে রূপ জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে।ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার সকল ধরনের পদে আবেদনের জন্য অযোগ্য ঘোষণার সহ উক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
- উল্লেখিত ওয়েবসাইট ওপেন করে 41 তম বিসিএস এর online application form 41 তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি আবেদন পত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং চাকরির অবসরের ভিত্তিতে প্রণীত 3 ক্যাটাগরি আবেদন পত্রের ফরমেট রেডিও বাটন পাওয়া যাবে। যেমন
- 1. Application form for general cadre
- 2. Application form for technical professional cadre
- 3.application form for general and technical/professional careers (both cadres)
কাঙ্খিত ক্যাটাগরি আবেদনপত্রের রেডিও বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট BCS application form দৃশ্যমান হবে।
- নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণের সময় যদি কোন তথ্য অসম্পূর্ণ থাকে তাহলে ফর্ম এর প্রতিটি পাঠে এবং চূড়ান্ত সাবমিশন এর পূর্বে দু'টি গুলো মেসেজ আকারে দৃশ্যমান হবে যা দেখে প্রিভিয়াস বাটন ক্লিক করে সংশ্লিষ্ট আবেদনকারীকে সংশোধনের নিতে পারবে।
No comments