২০৫ পদে উদ্দীপন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
২০৫ পদে উদ্দীপন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনে নিম্নলিখিত পদে
নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১) পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র (ঋণ কর্মসূচি)
পদ সংখ্যা: ৪৫ জন
বেতন : ২২২০২ টাকা।
বয়স: ৩৫ বছর সর্বোচ্চ।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছর শাখা
ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২)পদের নাম : প্রোগ্রাম অফিসার (ক্ষুদ্র ঋণ কর্মসূচি)
পদ সংখ্যা: ৮ জন
বেতন : ১৯৩১৪ টাকা।
বয়স: ৩২ বছর সর্বোচ্চ।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
৩) পদের নাম : ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ একাউন্টেন্ট (অর্থ ও হিসাব)
পদ সংখ্যা: ১৮ জন
বেতন : ১৬৬০৬ টাকা।
বয়স: ৩২ বছর সর্বোচ্চ।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (বাণিজ্য) পাস।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই , তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের এম এস ওয়ার্ড ও এক্সেল এর কাজের দক্ষতা থাকতে হবে।
৪) পদের নাম : ফার্স্ট ক্রেডিট অফিসার।
পদ সংখ্যা: ১৩৪ জন
বেতন : ১৪৭১৩ টাকা।
বয়স: ২৫ বছর সর্বোচ্চ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
আবেদনের সাথে 200 টাকা ব্যাংক ড্রাফট/ পে অর্ডার / পোস্টাল অর্ডার /
অফেরৎযোগ্য উদ্দীপন এরঅনুকূলে জমা দিতে হবে।
অফেরৎযোগ্য উদ্দীপন এরঅনুকূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ঃ ০৫/০৪/২০২০
নিম্নলিখিত বিষয়গুলো করণীয়:
- কর্মস্থল উদ্দীপন এর কর্ম এলাকা বাংলাদেশের যেকোনো জেলা-উপজেলায়হতে পারে।
- সংস্থার প্রয়োজনে আবেদনকারীর সাথে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নম্বর ওদের নাম ও যোগাযোগের ঠিকানা দরকস্ত অবশ্যই উল্লেখ করতে হবে।
- খামের উপর অবশ্যই পদের নাম এবং 4 নং পদের জন্য প্রার্থীর যে এলাকা পরীক্ষা দিতে ইচ্ছুক লিখতে হবে।
উদ্দীপনে চিঠি পাঠাবার ঠিকানা:
প্রধান কার্যালয়
বাড়ি নং - ৯
রোড নং- ০১
ব্লক-এফ
জনতা কো অপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড
রিং রোড, আদাবর,
ঢাকা- ১২০৭
সকল পদের নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
No comments