সমন্বিত ৫ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ ব্যাংক এর আধিনে সমন্বিত ৫ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্য ভুক্ত বিভিন্ন ব্যাংকে সমন্বিতভাবে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদ সমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: কমার্সের সিলেকশন কমিটি সচিবালয়ে সমন্বিত ৫ ব্যাংক।
পদের নাম: অফিসার (ক্যাশ)
মোট পদ সংখ্যা: ১৫১১ টি।
ব্যাংক ভিত্তিক পদসংখ্যা:
সোনালী ব্যাংক -- ১৮৩ টি
অগ্রণী ব্যাংক -- ৫০০ টি
জনতা ব্যাংক --৮১৬ টি
রূপালী ব্যাংক -- ৫ টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক -- ৭ টি
বেতন স্কেল: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী প্রযোজ্য হবে এবং তৎসহ অনুযায়ী পদের সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) / সমমান ডিগ্রি থাকতে হবে।
বয়স: (০১-০৭-২০১৯ তারিখে) প্রার্থীর বয়স অবশ্যই ৩০ হতে হবে। এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ১৩-০৩-২০২০ থেকে
আবেদনের শেষ তারিখ: ৩১-০৩-২০২০ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ০২-০৪-২০২০ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
আবেদন ফি এর পরিমাণ: ২০০ টাকা (অফেরৎযোগ্য) চা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের Payment Gateway রকেটের মাধ্যমে প্রদান করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি:
Online Application Form : শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https:// erecruitment.bb.org.bd এর Online Application Form মাধ্যমে আবেদন করতে হবে।
Online Application Link: Click Here to Apply
বিস্তারিত দেখুন......
No comments