স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: অফিস সহায়ক
গ্রেড 20
বেতন : 8250 টাকা থেকে 20010 টাকা
বয়স: 18 থেকে 30 বছর
পদের সংখ্যা : 5
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন:
ক) নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর জামালপুর চট্টগ্রাম-কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সুনামগঞ্জ রাজশাহি সিরাজগঞ্জ দিনাজপুর নীলফামারী গাইবান্ধা সাতক্ষীরা ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
খ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুঃ 24-3-2019 সকাল দশটা
এবং আবেদনের শেষ তারিখ : 13/4/2020 বিকাল পাঁচটা।
আবেদন ফি: 56 টাকা
Online Application Link: Click Here to Apply
এসএমএসে প্রেরিতচিলেকোঠার পাশে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিতে হবে প্রার্থী এই প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ এসএমএস করতে পারবেন।
বিস্তারিত দেখুন....
No comments